
মায়াজাল ছড়িয়ে দিয়ে বিষধর তুমি
ভালবাসার ছলনায় জ্যান্ত দেহে মমি
উল্টাপাল্টা চাল চলন ভাঁজে ভাঁজে কাজ
মরণব্যাধি স্বরণ নাই চরণ বুঝে বরণ তাজ
বটতলা পানের হাট তারপর দোকান পাট
বৌবাজার, রঙের বাজার, কেন বুড়ির হাট!
দেব দেবীর পূজা করি উপাসনায় শান্তি নাই
ইবাদতে মশগুল তাই পরলোকও আপন ভাই
মনের ব্যাথা শুনে রাখ চিনে দেখ নিজে
জীবন আনন্দ নিরানন্দ বৃষ্টিতে ভিজে
আধারে কাঁদে নিরবে সয় তবুও মনের ভয়
আলোর মাঝে ভালো কিছু করতে হবে জয়
জীবন সাহাহ্নে এসে কাদো ভালোবেসে
শেষ ভালো যার সব ভালো তার অবশেষে
বলার কিছু নাই বলে বিভিন্ন ছলে উক্তি কর
শেষ সময়ে রক্তকোষ বন্ধ তাই কি হাত ধরো!
কোলে বসে মন দোলে প্রেম ছিল কোন কালে
দেখেও না দেখার ভান আটক বেড়া জাঁলে
সচ্ছ কথা ভস্ম হলো তোমার প্রেমের টানে
আজও ভাসি সেই কাঙ্খিত মনের বানে।