
এসেছে ফাগুন, তবু মনে আগুন
নেই কোনো সুখ-
কাঁদে হিয়া কাঁদে প্রাণ
বঞ্চিত এ বুক!
পুষ্পশুন্য গাছে নব পল্লব,
আমার মন তবু রিক্ত-
আমের মুকুল ফুলের সুভাষ
নয়ন তবু অশ্রু সিক্ত!
ফাগুন যেন আসে না
এ জীবনে আর
এ সময়ে মনে পরে
অতীত স্মৃতি বার বার!
কতই ছিল প্রেম এ হ্নদয়ে
কতই স্মৃতি কথা
অতীত স্মৃতি আমায় দেয়
বুকের ভিতর ব্যাথা!
এ সময়ে পার করেছি সোনালি দিন
কতই ভালোবাসায়
হারিয়ে ফেলেছি সে দিনগুলি
ফাগুন আজ শুধুই আনমনায়!
ফাগুন আসলেই মনে পরে অতীত স্মৃতি
অতীতের সে প্রেম
প্রিয়তমাদের স্নেহ প্রেম আজ
রেখেই এলেম!
ফাগুন আসায় পূর্ণতার রুপ
পেয়েছে প্রকৃতি
তবু ফাগুন স্মৃতি ভুলতে চাই
করি এই মিনতি!
এই ফাগুন আজ বিরহের ফাগুন
স্মৃতি জ্বালাময়
ফাগুনের আগুনে আজ
বার বার হই পরাজয়!