Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

কবির হাসি মৃত্যুহীন সৌরভ

কবির হাসি মৃত্যুহীন সৌরভ

ভিষণ ব্যথায়
অতিশয় ক্ষিপ্র গতিতে দৌড়ানো
এক ক্ষিপ্ত বাঘের চোখের আলোর সাগরে
ভ্রমণ করে একজন অনন্য সাধারণ কবি দ্যাখেন
প্লাঙ্ক্টন্ মেলা
কবির অমিত সাহস আর
অপার ভালোবাসার প্রতিদানে সৃষ্ট
এক অন্যরকম তর্জনীর আহবানের
স্বপ্নের চোখের আগুনের আঁচে আয়োজিত
সাগরের আনাচেকানাচে সর্বত্র অসংখ্য জমকালো মেলায়
কবি শোনেন প্রিয় নেতা-কর্মীর বক্তব্য
উপভোগ করেন প্লাঙ্ক্টন্ শিল্পীদের বিচিত্র ক্রীড়া নৈপুণ্য
নানান মেজাজের নাটক নৃত্য সংগীত কবিতা
কোনো এক শিল্পীর গাওয়া মৃত্যুর গান
তাঁর হৃদয় ছুঁয়ে যায়
গানের কথা ও সুরের মূর্ছনার স্নিগ্ধ সলিলে
স্নান করে কবি আনন্দে হাসেন
তাঁর হাসির ফুলের মৃত্যুহীন সৌরভ
ছড়িয়ে পড়ে চারদিকে
অমনি নেতাকর্মী দর্শক-শ্রোতা শিল্পী
সবাই সানন্দে নেচে নেচে
সমবেত কণ্ঠে গাইতে থাকে
জীবনের গান।